মালদা

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সমূহের নিয়ামকের পদত্যাগকে ঘিরে জল্পনা

মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্রিভাটের জের নিয়ে জেলায় এসে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আর এর জেরেই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামকের পদ থেকে সরিয়ে দেওয়া হল সনাতন দাসকে। যদিও বিশ্ববিদ্যালয় কৃতিপক্ষের দাবি ব্যাক্তগত কারন দেখিয়ে পদত্যাগ করেছেন সনাতন বাবু। 

                            প্রসঙ্গত, সম্প্রতি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের পরীক্ষা নিয়ে মালদা কলেজের বিবাদ শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের চাপে বাধ্য হয় মালদা কলেজ কতৃপক্ষ পরীক্ষা নিতে। কার্যত পরীক্ষার নামে চলে প্রহশন। সংবাদমাধ্যমে এই খবর প্রচারিত হওয়ার পর নরে চরে বসে রাজ্য সরকার। জেলায় এসে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এরপরই পরীক্ষা নিয়ামকের পদত্যাগকে ঘিরে শুরু হয়েছে জল্পনা। সনাতন বাবু সমস্ত ঘটনার পেছনে চক্রান্তের অভিযোগ তুলেছেন। মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের জেরেই এই পদত্যাগ বলে মনে করছে শিক্ষা মহল।